মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) এর উদ্যোগে বিদেশ ফেরত অভিবাসীদের তিনদিন ব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরন প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকেলে তিনদিনের প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বিদেশফেরতদের অধিকাংশই দেশে এসে নতুন করে সবকিছু শুরু করতে চান। এ কারণেই তাদের পুনরেকত্রীকরণে পাশে দাঁড়াতে বিমানবন্দরে জরুরি সহায়তা, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, ম্যাটেরিয়াল এসিস্ট্যান্সসহ নানা উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম। তারই ধারাবাহিকতায় এমআরএসসি মাদারীপুর বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের অংশ হিসেবে তিনদিন ব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরন প্রশিক্ষন আয়োজন করে।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দিবস রঞ্জন বাকচী ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মোশাররফ হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত