তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। কিন্তু জয়ের কোনো আশা জাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা, উল্টো বড় হারের মুখে ।
টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারও মধ্যে। তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।
১৫ রানে ব্যাট করছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত