বোরহানউদ্দিনে বড়মানিকা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গোলাম মাহামুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশ কর্মে, উপজেলার বড়মানিকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সকালে বড়মানিকা ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, বিএনপি মুনাফেকি স্বাধীনতা বিরোধী দল নয়, বিএনপি ধর্মনিরপেক্ষ দল।
একটি দল ইসলামকে পুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে ধর্মের দোহাই দিয়ে ফর্ম পুরন করে টাকা নেয়। আপনারা তাদের এ চাঁদাবাজি থেকে বিরত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হাওলাদার শহিদুল ইসলাম নাসিম কাজী,বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খান বক্তব্য রাখেন।

এছাড়া বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পিয়াস চৌধুরী আমিন,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম প্রমুখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের বড়মানিকা ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়ভাবে দলীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের কথা মনোযোগ সহকারে শুনেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়মানিকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেনু হাওলাদার ও সঞ্চলনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার ও ইউসুফ মেম্বার।

উল্লেখ্য উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করার ধারা অব্যাহত আছে।