বোরহানউদ্দিনে অসহায় রুগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইসডসহ বিভিন্ন রোগীদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে অসহায় রুগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান অসহায় রুগীদের মাঝে সহায়তার চেক বিতরণ করেন। ২৩ জন অসহায় রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল আমিনের
সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আল-আমীন, মোঃ ছাইয়েদুজ্জামান বাবু , সুজয় চন্দ্র মজুমদার ও মোঃ আরফান সিকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।