বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সকলের কাম্য- পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

আলকামা সিকদার, টাঙ্গাইল :

নতুন, সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সকলের কাম্য বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। সব ধর্মের সবাই মিলে দেশকে সমৃদ্ধ এবং নতুন করে গড়ার আহবান জানিয়ে তিনি বলেন, এ দেশে আমরা সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবো।

সনতানীদের শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদ্যাপন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে ঝুঁকি এড়াতে পুলিশের সব ধরণের প্রস্তুতি আছে। কোন নাশকতার ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কারো মনে কোন খারাপ কিছু করার চিন্তা থাকলে তাকে কঠিন পরিস্থিতিরি সম্মুখীন হতে হবে বলেও হুশিয়ারি করেন তিনি।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বুধবার গভীর রাতে দুর্গোৎসবের প্রথম দিনের ষষ্ঠি বোধনের রাতে মধুপুর উপজেলার পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপ কালে তিনি  এমন মন্তব্য করেন।

এসময় সাথে ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্ ) শরফুদ্দীন আহমেদ , মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার ওসি এমরানুল কবির, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং মধুপুর পুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা রাত সাড়ে ১০ টা থেকে মধ্য রাত পর্যন্ত মধুপুর পৌর শহরের প্রধান কেন্দ্রীয় মদন গোপাল আঙ্গিনার পুজামন্ডপ, জলছত্র হরিসভা পুজা মন্ডপসহ অন্তত এক ডজন মন্ডপ পরিদর্শন করেন। পুজামন্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মের নেতা ও সাধারণ পুজারিদের সাথে পুলিশ সুপার নানা বিষয়ে খোঁজ খবর নেন।

এদিকে সন্ধ্যা থেকে মধ্য রাত অবধি মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনও পুজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি জানান, মধুপুর উপজেলায় এবার ৫২ টি পুজা মন্ডপ হয়েছে এর মধ্যে পৌর শহরে ২২ টি। এবং বিভিন্ন ইউনিয়নে বাকি পূজা মন্ডপগুলো রয়েছে। সব সময় তাদের নিরাপত্তার সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে।