অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা দি বেসিস অব আর্থলি সাব্লাইম ট্রাংকুয়িলিটি(বেষ্ট) এর বর্তমান কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মনির হোসেন, একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ সাজেদুল ইসলাম (রাজিব)।
এডভোকেট মোঃ মনির হোসেন লিগ্যাল ট্রাস্ট আইন পরামর্শক প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার এবং ফাইন ফুডস লিমিটেডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সাজেদুল ইসলাম (রাজিব) র্যাপিড সোর্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও আইন পরামর্শক প্রতিষ্ঠান লিগ্যাল ট্রাস্টের ম্যানেজিং পার্টনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গেল ৫ মে সংস্থাটির ভোলা কার্যালয়ে ৩১ সদস্যের কন্ঠ ভোটের মাধ্যমে সরাসরি তিন বছরের জন্য তারা নির্বাচিত হন।
সংস্থাটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন প্রান্তে নারী ও অনগ্রসর মানুষদের নানাবিধ সহায়তা দিয়ে আসছেন।
এরপর ২০১৪ সালে সংস্থাটি সমাজসেবা অধিদপ্তরে এবং একই বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত হয়।
সংস্থাটি দেশে নারীর ক্ষমতায়ন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছেন। সংস্থাটি সারাদেশে অসহায়দের বিনামূল্যে আইনি সেবা প্রদান করে।