নাম তার সিয়াম। বয়স মাত্র নয় বছর। এই বয়সেই পুরো পবিত্র কোরআন শরীফ মুখস্ত করেছেন। এই কোরআন মুখস্ত করতে তার সময় লেগেছে মাত্র পাঁচ মাস। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে এ কীর্তি গড়েছে সে।
তার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান গণমাধ্যমকে জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। ওর মেধা আর সাধারণ ছেলেদের চেয়ে বেশি। সে ৫ মাসে কোরআনের ৩০ পারাই মুখস্ত করেছে।
তিনি বলেন, সিয়াম চঞ্চল প্রকৃতির ছেলে। যদি সে মনোযোগ সহকারে একনাগাড়ে সময় কাজে লাগাতো, তাহলে তার পক্ষে আরও দ্রুত হাফেজ হওয়া সম্ভব ছিল।
ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় সিয়াম। তাই প্রিয় শিষ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ মাওলানা মাহদী হাসান।
তিনি বলেন, ‘সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।’
জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত