পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জানুযারি) ঘরোয়া বিবাদের কারণে খাবারে বিষ মিশিয়ে তাদের হত্যার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইর-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, মরদেহগুলো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার তখতি খেল শহরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশু রয়েছেন।
বুধবার পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, বিষ মেশানো খাবার খাওয়ার কারণে দুদিন আগেই তারা মারা যান। আর খাবারগুলো ওয়াজিরিস্তান থেকে কিনে এনেছিল ভুক্তভোগীদের এক আত্মীয়।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ শুরু করেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
খাইবার পাখতুনখাওয়ার তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন জানান, ঘটনার সাথে জড়িতদের শিগগিরই আইনের আওয়তায় আনা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত