মোঃ আবুল বাশার চট্টগ্রাম
একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতির উদয় সমাবেশ- নামে আজ নরসিংদী ইনসানিয়াত বিপ্লবের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইনসানিয়াত বিপ্লব নরসিংদী জেলা শাখার সভাপতি মিলন মোর্শেদ।
মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য বিষয় ও মানবাধিকারের ধারক এবং একক ধর্মবাদি ও একক জাতিবাদি বস্তুবাদি মতবাদ ভিত্তিক সকল একক গোষ্ঠিবাদি রাজনীতিকে মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি না থাকলে একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির গ্রাসে জীবন-রাষ্ট্র ও ধর্ম ধ্বংস হয়ে যায়।
সর্বজনীন মানবতার রাজনীতি আর একক ধর্মবাদি ও একক জাতিবাদি সকল একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি পরস্পর বিপরীত উল্লেখ করে জনসভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম প্রদত্ত মানবতার রাজনীতি ধর্ম-মত-পথ-আদর্শ নির্বিশেষে দুনিয়ায় সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং পক্ষান্তরে একক গোষ্ঠীবাদি রাজনীতি তাদের মত পথ ধর্মের বাইরে অন্য সব মানুষের জীবন অস্বীকার ও অন্য সব মানুষের অধিকার উৎখাত করে জীবন ধর্ম ও রাষ্ট্র ধ্বংস করে দেয়।
আল্লামা ইমাম হায়াত বলেন, একমাত্র মানবতার রাজনীতির মাধ্যমেই সকল ধর্ম-মত-পথ-আদর্শ নির্বিশেষে সকল মানুষের জন্য দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া সব মানুষের সমান অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা-মালিকানা-জীবিকা ভিত্তিক একমাত্র রাষ্ট্রব্যবস্থা State & world of universal humanity খেলাফতে ইনসানিয়াত একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে ওঠে, পক্ষান্তরে একক ধর্মবাদি ও একক জাতিবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির মাধ্যমে জীবন-ধর্ম ও রাষ্ট্র একক গোষ্ঠীর কুক্ষিগত ও জবরদখল হয়ে রাষ্ট্র একক গোষ্ঠীবাদি পাশবিক স্বৈরদস্যুতন্ত্রে পরিণত হয়ে যায়।
সর্বজনীন মানবতার রাজনীতি ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যতীত মানবজীবনের বিকাশ ও স্বাধীনতা এবং নিরাপত্তা ও অধিকার শুধু অসম্ভব নয় বরং ধ্বংস হয়ে যায় উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বলে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেয়া হয় বিধায় সত্য ও জীবন রূদ্ধ হয়ে যায় এবং অন্য সব মানুষের মানবাধিকার উৎখাত ও অন্য সবার বিশ্বাস আদর্শ তথা জীবন নিষিদ্ধ হয়ে যায়।
মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রকে সত্য মানবজীবনের অস্তিত্ব রক্ষার অপরিহার্য অবলম্বন এবং একক ধর্মবাদি ও একক জাতিবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতিকে সত্য ও মানবজীবনের বিরুদ্ধে সকল যুদ্ধের মূল যুদ্ধ দাবী করে আল্লামা ইমাম হায়াত বলেন, মানুষ মানবতার শত্রু অমানুষ হওয়া ও মানবজীবনের সকল সংকট ও দুর্দশা এবং দুনিয়ায় সকল গণহত্যা-রাষ্ট্রীয়সন্ত্রাস-স্বৈরদস্যুতা-ধ্বংসযজ্ঞ-অন্যায়-যুদ্ধবিগ্রহ-বাস্তুচ্যুতি-উৎখাত-বিভেদ-বিদ্বেষ-বৈষম্য-শোষণ-বঞ্চনা-দারিদ্র-অবিচার-অন্যায়ের মূলে আছে একক গোষ্ঠীবাদি হিংস্র রাজনীতি ও একক গোষ্ঠীবাদি পাশবিক রাষ্ট্র।
মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতি অস্বীকার জীবনের সত্য অস্বীকার ও মানবজীবনকে খুন-জুলুম-রূদ্ধতার গ্রাসে মিথ্যার গব্বরে নিক্ষিপ্ত করে রাখা উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, চলমান দুনিয়ায় মানবতার রাজনীতির শূন্যতায় এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার শূন্যতায় দুনিয়ায় সকল মানুষ একক গোষ্ঠীবাদি হিংস্র রাজনীতি ও একক গোষ্ঠীবাদি পাশবিক রাষ্ট্রব্যবস্থায় খুন-জুলুম-রূদ্ধতার শিকার এবং জীবনের সত্যের বিপরীতে মিথ্যার আঁধারে নিমজ্জিত হয়ে আছে মানবজীবন।
মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র জীবনের দয়াময় স্রষ্টার ভালোবাসায় ও স্রষ্টার মহান রাসুলের নির্দেশনায় সব মানুষকে ভালোবাসা এবং সব মানুষের জীবন ও অধিকার রক্ষার এবাদত আরাধনা আর পক্ষান্তরে একক ধর্মবাদি ও একক জাতিবাদি থেকে গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি জীবনবিরুদ্ধ অন্যায় ও মানবতা বিধ্বংসী অপরাধ উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা যেকোনো ধর্মের অনুসারী হই স্রষ্টার আপন হলে সৃষ্টির রক্ষায় মানবতার রাজনীতির ধারক হতে হবে এবং একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি থেকে মুক্তির সংগ্রামে একাত্ম হতে হবে।
মানবতার রাজনীতির ভিত্তি সব মানুষের জীবন এবং মানবতার রাষ্ট্র মানুষের জীবন ভিত্তিক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি সব মানুষের জীবন ও অধিকার স্বীকার করে না, ফলে একক গোষ্ঠীবাদি রাজনীতির কুফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্র সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক কারাগার হয়ে যায়।
মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র একক ধর্মভিত্তিক নয় ও একক মতবাদ ভিত্তিক নয় তাই সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান অধিকার রক্ষার ধারক বিধায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একক ধর্মীয় সংগঠন নয় উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব মানে ইনসান হিসেবে সব মানুষের জন্য জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুলের দেয়া সমান অধিকার-মর্যাদা ও সমান রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক মানবিক সাম্য ও মানবিক ভ্রাতৃত্বভিত্তিক সংগঠন।
ইনসানিয়াত বিপ্লবের বাইরে যেমন মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের সংজ্ঞা নেই তেমনি জীবনের স্রষ্টা ভিত্তিক আত্মপরিচয় ও সত্য ভিত্তিক সংজ্ঞা নেই উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ-বর্ডার ইত্যাদি বস্তুর ভিত্তিতে বস্তুবাদি চেতনার আঁধারে মানবসত্তার বিলুপ্তি ঘটে মানবাত্মার আত্মিক মৃত্যু ঘটে গেছে। যে আত্মিক মৃত্যুর আঁধার থেকে মুক্ত হয়ে পরম সত্য দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার পুনরুজ্জীবন ই ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন।
একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির গ্রাসে বর্তমান রাষ্ট্রকাঠামো ও বিশ্বকাঠামো জীবনবিরুদ্ধ ও মানবতাবিধ্বংসী উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মানবিক সাম্য ও অখন্ড মানবিক ব্যক্তিত্ব ও সর্বজনীন মানবাধিকার ভিত্তিক মানবতার রাজনীতির ধারায় মানবতার রাষ্ট্র এবং বিশ্বসম্পদে সব মানুষের জন্য স্রষ্টা প্রদত্ত সমান মালিকানা ও সব মানুষের জন্মগত প্রাকৃতিক বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মুক্ত জীবনের অখন্ড দুনিয়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব ব্যতীত মানবজীবনের মুক্তি নাই বরং সমগ্র মানব মন্ডলী মিথ্যা ও স্বৈরদস্যুতার গ্রাসে ধ্বংস হতে থাকবে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জীবন-রাষ্ট্র-ধর্ম ও মানবাধিকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, দেশে একক সাম্প্রদায়িক জঙ্গীবাদি হিংস্র অপরাজনীতির ধারা ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি উগ্রবাদি পাশবিক অপরাজনীতির ধ্বংসাত্মক ধারায় রাষ্ট্র জবরদখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমরা সব ধর্ম ও সব মত পথ আদর্শের সব মানবিক মানুষ সব মানুষের মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের অধিকার ভিত্তিক মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ না হলে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক অপশক্তির জবর দখলে দেশ ও জীবন ধ্বংস হয়ে যাবে।
ভোটের সাথে ঈমান ও জীবন, রাষ্ট্রের অভ্যন্তরীন স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও অর্থনীতি এবং জীবিকা জড়িত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈরাজনীতির দলকে ভোট দেয়া জীবন—দেশ—ধর্ম ও মানবতার বিরুদ্ধে অপশক্তির ধ্বংসাত্মক যুদ্ধে শরিক হওয়া।
ধর্মের শত্রু ধর্মের নামে অধর্ম উগ্রবাদি ধর্ম ধ্বংসাত্মক সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও বস্তুবাদি জাতিবাদি একক গোষ্ঠীবাদি পাশবিক স্বৈররাজনীতির গ্রাস থেকে সব মানুষের জীবন, সব মানুষের সব ধর্ম, সব মানুষের রাষ্ট্র ও সব মানুষের জীবনের স্বাধীনতা পুনরুদ্ধার ও রক্ষায় এবং প্রহসনের নির্বাচন থেকে রাষ্ট্র ও গণতন্ত্র এবং নাগরিকত্ব রক্ষায় জীবন ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।