আবদুর রহমান নোমান:
বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে সেভেন মিনিট মাদরাসায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সেভেন মিনিট মাদরাসার আয়োজনে “অর্থনৈতিক সমৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে আরবি ভাষার গুরুত্ব” শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
সেভেন মিনিট মাদরাসার পরিচালক ড. মুহা. আবুল ফুতুহ’র সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহরাইন থেকে যুক্ত হয়ে বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে কর্মরত ড. নাজমুল হাসান আযহারী, মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মইনুল মুরসালিন।
এসময় বক্তারা বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের আরবি ভাষায় দক্ষতা বাড়ানো গেলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবেন। আরবি ভাষার আন্তর্জাতিক গুরুত্ব শুধু ধর্মীয় নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের শ্রমশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা অপরিসীম।
সেভেন মিনিট মাদরাসা ও আল মাআলী একাডেমির সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ ইবরাহীম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মদিনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইয়্যেদ আব্দুল্লাহ তাফহীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফয়জুল্লাহ, ও মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ তাওফিক, নাসরুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আরবি ভাষার আন্তর্জাতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে গভীর ধারণা লাভ করেন এবং এর প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।