বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা আবারও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১৬ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ৭ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ২১ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২২ হাজার ৮৯২ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৫৯ হাজার ৯৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৫৯২ জনে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত