প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে এমন স্থানে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, করোনার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন।
ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা এড়ানোর কারণে বর্ধিত সংক্রমণযোগ্যতা কিংবা উভয়ের সংমিশ্রণের কারণে এমনটা হচ্ছে কি না তা এখনো অস্পষ্ট বলে সংস্থাটি জানায়।
গত ২৬ নভেম্বর ওমিক্রনকে করোনার একটি উদ্বেগজনক ধরন হিসেবে আখ্যায়িত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত