নিজ অফিস কক্ষ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবির সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ উদ্ধার করে বাকৃবি প্রশাসন ও পুলিশ।
জানা গেছে, মোস্তাইন কবির সোহেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী একজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।