বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল গ্রুপপর্ব পার করে সুপার এইটে খেলা। সেই লক্ষ্য বেশ দাপটের সাথেই অর্জন করেছে শান্তর দল। কিন্তু সুপার এইটে আর পেরে ওঠেনি। প্রথমবারের মতো সেমিতে ওঠার সুযোগ থাকলেও ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। এমন ব্যর্থতার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (২৫ জুন) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে বাংলাদেশের সমর্থকদের ছোট করেছি। তারা আমাদে খেলা সবসময় সমর্থন করেন। দলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ব্যাটিং ইউনিট হিসেবে দেশের মানুষকে ওইরকম ভালোকিছু দিতে পারিনি। এটার জন্য আমাদের খারাপ লাগছে। আমরা সামনের দিকে তাকাতে চাই। চেষ্টা থাকবে কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি।
শান্ত আরও যোগ করেন, ‘বোলাররা দারুন বোলিং করেছেন। পুরা টুর্নামেন্টজুড়ে তারা ধারাবাহিক ছিল। আমাদের চেষ্টার কমতি ছিল না, তবে হয়নি। আমরা দেশের মানুষকে কষ্ট দিয়েছি। আর তাই দলের পক্ষ আমি দুঃখ প্রকাশ করছি।’
এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে শান্তরা। যা বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য। কিন্তু সুপার এইটে যে পারফরম্যান্স করেছে বাংলাদেশ, তাই বলে দেয় এখনও দল হিসেবে পরিণত হতে পারেনি বাংলাদেশ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত