করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের নাম করে বিরোধী দলের আন্দোলন দমন করতেই সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, নির্বাচন, দোকানপাট, শপিংমল চালু রেখে রাজনৈতিক-সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া অযৌক্তিক। তবে জনস্বার্থে বিএনপির চলমান সভা সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, বিশেষজ্ঞরা বলছেন উন্মুক্ত স্থানে সংক্রমণের সম্ভাবনা কম, বরং বদ্ধ স্থানে বেশি। সেজন্য সরকার বদ্ধ স্থানে অনুমতি দেয়, আর উন্মুক্ত স্থানে বাধা দেয়। মূল উদ্দেশ্য হলো- আমাদের যে আন্দোলন চলছিল সেটাকে প্রথম তারা বাধা দেয়ার চেষ্টা করেছিল নানাভাবে। অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার জন্য যা করা দরকার তার সবই করছে এই সরকার।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত