ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমাসহ ৬ জনকে আটক করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মফিজুল হক মজু (৬২), মো. শাকিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)। জানা গেছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে।
কোস্টগার্ড জানিয়েছে, ভোলা সদরেরর বিভিন্ন চর এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরপর তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে ১টি দেশিয় আগ্নেয়াস্ত্র, ১০টি দেশিয় অস্ত্র ও ২৯টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত