বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে কিছু সময় ধারাভাষ্য দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য কক্ষে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
সোমবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে তিনি কিছুক্ষণ বাংলায় ধারাভাষ্য দেন। এ সময় খুলনার ছুঁড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করছিল চট্টগ্রাম।
ধারাভাষ্য কক্ষ থেকে বের হয়ে প্রেসবক্সে সাংবাদিকদের সাথে দেখা করেন ফারুক। সেখানে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে বল-টু-বল ধারাভাষ্য করতে হয়নি। আমি একটি সাক্ষাৎকার দিয়েছি।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত