বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় শুরু হতে যাচ্ছে ড্রাফট। ড্রাফটে রাখা হয়েছে ২১০ জন দেশি ও ৪০৬ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তথ্যমতে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসর।
রোববার (২৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন এ প্রসঙ্গে বলেন, ‘এই ইভেন্টের যে খেলোয়াড় ড্রাফট সেটি আগামীকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হবে। এভাবে আমাদের পরিকল্পনা আছে। ৪০০ (৪২৫) এর উপর আন্তর্জাতিক ক্রিকেটার, বিভিন্ন দেশের খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। এবার আমরা যেটা করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এবার তারা তাদের এজেন্ট বা সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।’
ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো।
এবার ড্রাফটে নেই তারকা কোনো বিদেশী ক্রিকেটার। যা বিপিএলকে অনেকটাই ম্লান করে দিচ্ছে।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা হয়েছে এফটিপি যেটা বলি সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না। এগুলোকে এডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন তো থাকবেই। তবুও চেষ্টা করবো যে যতটুকু এট্রাকক্টিভ করা যায় ইভেন্টটাকে।’
ড্রাফটের বাইরে থেকে দলগুলো কাদের নিয়েছে জানতে চাইলে সুজন বলেছেন, ‘এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না। কারণ এখনো সময় রয়েছে। আজকের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের রিটেইন করেছে এবং কারা ড্রাফটে থাকবে এই বিষয়ে একটি ক্লিয়ার পিকচার পাব। আমরা এটা যে দলগুলো অংশ নিচ্ছে তাদের মধ্যে সার্কুলেট করে দেব।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত