বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানরা। এছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার (সমন্বয় ও সংস্কার), পিপিপি অথরিটি এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় লুৎফে সিদ্দিকী জানান, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা, সম্ভাবনা, সফল উদ্যোগের উদাহরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
আলোচনায় আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধান, সফল উদ্যোগ অনুসরণ, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মতামত নিয়ে সেবা সহজ করার ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয়।
বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন এবং সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি ফলাফলভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এ গ্রুপ প্রতি মাসে নিয়মিতভাবে সভা আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈদেশিক এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর এ উদ্যোগ সফল করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।