বিএম কলেজের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

এম এ আশরাফঃ

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে কলেজ ক্যাম্পাসের শিক্ষক সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা পরলোকগমন করেছেন এবং ২৪ এর সূর্যসন্তান তথা শহীদ ও আহত  ছাত্রদের জন্য দোয়া করা হয়।

এসময় বিএম কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোঃ ইসহাক আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সরকারি ব্রজমোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মাকসুদা-ইসহাক (শিক্ষা সহায়তা), নুরুন্নাহার-আলাউদ্দিন (শিক্ষা বৃত্তি) ও অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অগ্রদূত আখতারুজ্জামান খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সেই সাথে ছিলেন বিএম কলেজ অর্থনীতি বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

বিএম কলেজের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে দৃশ্যমান ভ্রাতৃত্বের সংগঠন হিসেবে কাজ করার লক্ষ্যে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটা প্লাটফর্মে গড়তে সক্ষম হয়েছে। এছাড়া অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করাসহ সকল শিক্ষার্থীদের কে দিকনির্দেশনামূলক, ক্যারিয়ার ভিত্তিক, জীবনমুখী উপদেশ বা নির্দেশনা দিয়েছেন শিক্ষকবৃন্দ। বিভিন্ন জায়গায় ও বিভিন্ন পেশায় ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিএম কলেজের অর্থনীতি বিভাগের গ্রাজুয়েটরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন।