বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি শাওনের শান্তি ও উন্নয়ন সমাবেশ

আব্দুর রহমান নোমান: বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, নাশকতা, দেশব্যাপী নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা মার্কার বিজয়ের লক্ষে ভোলার লালমোহনে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গল সিকদার বাজার ও লালমোহন থানা মোড়ে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার অবদানে বাংলাদেশের অর্জন আজ সারা দুনিয়ায় নজরকাড়া। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই উল্লেখ্য করে তিনি বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সরকারের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দৃঢ় মনে কাজ করার আহ্বান জানান। সমাবেশে হাজার হাজার দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে এমপি শাওন ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহন মঙ্গলসিকদার আসলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ধলিগৌরনগর উত্তর আওয়ামী লীগের সভাপতি মাকসুদুর রহমান হাওলাদারসহ আরও অনেক।