বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদও হারালেন তৈমুর

6

জেলা বিএনপির পদ থেকে প্রত্যাহারের পর এবার নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল থেকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমুর আলমকে প্রত্যাহার করা হয়।

এবার নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর। ২০১১ সালে বিএনপির ব্যানারে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে লড়েছিলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। ওই বার ভোটের আগের দিন সরে দাঁড়ান তিনি।