বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতনতা জরুরী

25

মোঃ আসাদুল্লাহ সনি
চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়, স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমামসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় তিনি বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতনার উপর জোর দিয়ে, স্থানীয় প্রশাসনকে ভুমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রে নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন সহ অনান্যরা।