বাণিজ্য মেলার সময় বাড়ছে না

করোনা বাড়তে থাকায় চলতি বছর বাণিজ্য মেলার সময় বাড়ানো হচ্ছে না। ফলে আগামীকাল সোমবারই (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রের (বিবিসিএফইসি) মাসব্যাপী এ মেলা।

বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ করেননি। গেট ইজারাদার প্রতিষ্ঠান থেকেও আবেদন আসেনি। আর কেউ আবেদন করলেও এবার সময় বাড়ানোর পরিকল্পনা নেই। কারণ, করোনা সংক্রমণ বাড়ছে। তাই মেলা শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হতো। সর্বশেষ ২০১৯ ও ২০২০ সালেও মেলার সময়সীমা বাড়ানো হয়েছিল।