বাগেরহাটে বসতঘরসহ পাঁচ দোকান জবরদখল, দুই নারী আহত

এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের শরণখোলার পল্লীতে প্রতিপক্ষের লোকেরা জোর পূর্বক বসতঘরসহ পাঁচটি দোকানঘর জবরদখল করে নিয়েছে। বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত হয়েছে। এসময় বারো লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগে জানিয়েছে।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের নান্না মিয়া হাওলাদারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের সুলতান হাওলাদার, ও মনির হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে নান্না মিয়া বাড়িতে না থাকার সুযোগে প্রতিক্ষের সুলতান হাওলাদারের নেতৃত্বে মনির, সোহেল হাওলাদারসহ তাদের আরো সঙ্গীয় ৩/৪ জন লোক নান্না মিয়ার বসতঘরে হামলা চালিয়ে বসতঘরসহ পাঁচটি দোকানঘর জবরদখল করে নিয়েছে। এসময় হামলাকারীদের বাধা দেওয়ায় তারা নান্নার স্ত্রী হাওয়া বেগম ও ভাগ্নি নাজমা বেগমকে মারধর করে আহত করে। হামলাকারীরা বসতঘর থেকে নাজমা বেগমের স্বর্ণালংকার, এনআইডি কার্ড, ব্যাংকের চেকবই ও নগদ সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে হাওয়া বেগম অভিযোগে জানিয়েছেন। হামলাকারীদের মারপিটে আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষরা জমিসহ বসতঘর দখল করেই ক্ষান্ত হয়নি তারা কোন মামলা না করার জন্য হাওয়া বেগমকে হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।