বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল পৌরশহরে রাতের আঁধারে মো. নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই বাড়ির বাউন্ডারি দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিবাগ এলাকার বাসিন্দা মৃত. আ. লতিফের ছেলে নিজাম উদ্দিন ব্যবসার কাজে চট্রগ্রামে থাকেন। তার শান্তিবাগের বাড়িতে ভাড়াটিয়ারা থাকেন। ঘটনার দিন রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা করেন। হামলায় দুর্বৃত্তরা বাড়ির স্থাপণাসহ বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে।
এ বিষয়ে বাড়ির মালিক নিজাম উদ্দিন বলেন, আমি বাড়িতে থাকি না। ব্যবসার কাছে চট্রগ্রাম থাকি। কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করে আসছেন। তারা বিভিন্ন সময় আমার ক্ষতি করার করার পায়তারা করে আসছিল। তারাই আমার বাড়িতে হামলা করেছে। আমি এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন যেন তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনে।
স্থানীয় কাউন্সিলর মো. নুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বাউন্ডারি ওয়াল ভাঙার প্রমাণও মিলেছে। পূর্ববিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত