বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের টিকেট বিক্রি শুরু আজ

22

করোনার স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শককে খেলা দেখার অনুমতি দেয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকেট বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে বিক্রি শুরু হবে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পাশাপাশি টুর্নামেন্টের ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের টিকেট বুথ থেকে টিকেট কিনতে পারবেন দর্শকরা।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথ থেকে টিকেট কিনতে পারবেন দর্শকরা।

স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। ১৮ কিংবা এর বেশি বয়সী দর্শকরা করোনা টিকা নেয়ার সনদ দেখিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন।

গ্র্যান্ডস্ট্যান্ড টিকেট মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভিআইপি, ক্লাবহাউজ, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড এবং ইস্টার্ন স্ট্যান্ড এর টিকেট মূল্য যথাক্রমে ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৯ নভেম্বর এবং বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। সব ক’টি ম্যাচই হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং দুপুর ২টা থেকে ম্যাচ শুরু হবে।