বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পিটার ডি হাস। বর্তমান রাষ্ট্রদূত রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) তার মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।
এর আগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৪ দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মনোনয়ন দেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত