ববি’র পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের নেতৃত্বে তানভীর, তানজিল

ববি প্রতিনিধি:

১৯ ডিসেম্বর( বৃহস্পতিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল হোসেন ।

গত ১৮ এবং ১৯ তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার বিভাগের অফিস রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাওন , ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন আবিদ।

সাংগঠনিক সম্পাদক পদে মিনহাজুল ইসলাম বিপু, দপ্তর সম্পাদক পদে ইবনে সাইফ সাজেদ প্রসার সম্পাদক পদে রাখি পাল রশ্মি , ক্রিয়া সম্পাদক পদে ফাহাদ খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান পৌষি নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান, জান্নাতুল মাওয়া সাফা এবং সুজন পাল।

উক্ত নির্বাচন শান্তি এবং শৃঙ্খলার সাথে পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর লোকমান হোসেন এবং প্রভাষক আসাদুজ্জামান । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান ডক্টর খোরশেদ আলম ।