ববি প্রতিনিধি:
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও গণহত্যার দায়ে নিষিদ্ধ এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।
আজ ১০ নভেম্বর (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়েছে। আওয়ামী লীগের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রোববার একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি,গুম,খুন সহ আওয়ামী লীগের শোষণ বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তাদের আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও অপরাধ সংঘটিত হয়েছে। নির্যাতিত হয়েছে এদেশের আপামর জনতা। সর্বশেষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ভাই-বোনদের। আমরা এমন বর্বরতা আর দেখতে চাইনা। একটা সংগঠন সন্ত্রাসী সংগঠন হতে যাকিছু দরকার আওয়ামী লীগ তার কোনটিই বাদ রাখেনি। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং সংঘঠিত সকল অপরাধের বিচার করে দৃষ্টান্ত স্হাপন করা হোক।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, এদেশের শান্তি প্রিয় মানুষ কখনোই স্বৈরাচার সরকার পছন্দ করেনা। সচেতন নাগরিক কখনো স্বৈরাচার সরকার কে প্রশ্রয় দেয়না। বিশৃঙ্খলা করতে আসা যেকোনো গোষ্ঠী কে এদেশের ছাত্র সমাজ প্রতিহত করবে। ইতোমধ্যেই জুলাই বিপ্লবে এদেশের ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত