বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্যাচ ডে উদযাপন আগামি ২৭ ফেব্রুয়ারি। থাকছে বাংলাদেশের নাম করা একাধিক ব্যান্ড। বিশ্ববিদ্যালয়ের ১০ম ও ১১তম ব্যাচের সম্মিলিত আয়োজনে এ দিনটি উদযাপিত করতে যাচ্ছে।যাবৎকালে বরিশাল বিশ্ববদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় উৎসব হবে এটি।
এটি অনুষ্ঠিত হবে মুক্তমঞ্চে।তারা অনুষ্ঠানের নাম দিয়েছে "স্বপ্নছন্দম" নামে ব্যাচ ডে প্রোগ্রাম। ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমরা এটি আয়োজন করতে যাচ্ছি ঐক্যবদ্ধতার প্রতীক নিয়ে।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবচেয়ে ভালো অনুষ্ঠান করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে চায় সকলের।এখানে থাকবে বিশ্ববিদ্যালয়ের অন্তরীণ ব্যান্ড ( বনসাই, সপ্তর্ষী, জলফড়িং) সহ বরিশালের বিখ্যাত 'ব্লাক উইংস' ব্যান্ড। এই আয়োজনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের পরিচিত ব্যান্ড 'সোনার বাংলা সার্কাস' থাকবে। এছাড়াও থাকবে বাহারি ধরনের খাবার ও হরেক রকমের নিত্য প্রয়োজনীয় পন্যের স্টল। শার্ট অথবা হ্যান্ড ব্যাজ ক্রয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করার সুযোগ রেখেছেন তারা।
এই অনুষ্ঠানের উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম,শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, ব্যবসায় অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম, দর্শন বিভাগের চেয়ারম্যান শাহনাজ পারভিন রিমি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত