জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্যবিরোধীরা। বুধবার সকালে নতুন কর্মসূচি পালন করেছেন তারা।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বন্ধ ঘোষণার পরও যারা হলে থাকবে তাদের দায়িত্ব কর্তৃপক্ষের নয়।
অন্যদিকে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের সাথে মঙ্গলবার উপাচার্যপন্থী ছাত্র-শিক্ষকদের হাতাহাতির পর গভীর রাত পর্যন্ত উপাচার্যবিরোধীরা তার বাসার সামনে অবস্থান নেন।
এরই মধ্যে পরিস্থিতি শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নতুন কর্মসূচি ঘোষণা করে হলে ফেরেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বুধবারের পরও যারা হলে অবস্থান করবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন করে প্রভোস্ট কমিটির সভা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তে বন্ধ ঘোষণার পর কারো হলে থাকা উচিত নয়।
উপাচার্যপন্থীদের দাবি, আলোচনার পরিবর্তে আন্দোলনাকরীদের একগুঁয়েমির কারণে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত