বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাট্রি ঠাকুরগাঁও জেলা। শনিবার শহরের চৌড়াস্তা মোড়ে এ মানববন্ধন করা হয়।

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা ব্যবসায়ি কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শা মো: এ্যাপোলো, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমূখ।

বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তারা এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। এইসব স্বাধীনতা বিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে কঠিন শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে চেম্বার অব কমার্স সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন অংশ নেয়।