বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ১২ টি পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করা ও তাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রউফ , সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দেন।