বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্যপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদটির নির্মাণ করা হয়।
উদ্বোধনের সময় বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান উজ্জল, মসজিদের সভাপতি আবদুল আলী, সহসভাপতি সোলাইমান হক, সাধারণ সম্পাদক আ: সালাম , বিএনপি নেতা ফুলু মিয়া, আলমাছ হোসেন সরকার, সাংবাদিক হারুন উর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মসজিদটি নির্মাণ কাজে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।