আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুললো বেগম পাড়া।
তিনি বলেন, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করল। ২০১৮ সালে করল মিডনাইট ইলেকশন। ২০২৪ সালে এসে করল ডামি নির্বাচন।
শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান।
এসময় তিনি বলেন, আমরা একটি সমাজ চাই, যে সমাজটা হবে দু:শাসন ও দুর্নীতিমুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন ও দুর্নীতি- একটি আরেকটির গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃশাসন, দুর্নীতি সেখানে নিশ্চিত। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রক্ত চক্ষুর পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ সুবহানাতায়ালার।
জামায়াতের কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো খোলা মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন স্থান জনসমুদ্রে রূপ নেয়। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসলে কানায় কানায় ভরে যায়। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে হয় পুরো এলাকা।
জেলা জামায়াতের আমির রুহুল আমিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল প্রধান মোঃ মোবারক হোসাইন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত