আবারও দুর্ঘটনা ঘটেছে কালুরঘাট ফেরিতে। ফেরির বোয়ালখালী প্রান্তে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ওঠার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। সিএনজিতে দুই শিশু ও এক মহিলা ছিলেন। তবে উপস্থিত জনতা তাৎক্ষণিক তিন যাত্রীকে উদ্ধার করলেও চালকের খোঁজ পাওয়া যায়নি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি গাড়িতে পূর্ণ ছিল এবং বোয়ালখালী থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশাটি ফেরিতে উঠতে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সিএনজিটি। সিএনজিতে থাকা দুই শিশু ও এক মহিলাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে সিএনজি চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সিএনজিটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত