ডেনমার্ক-বংশোদ্ভূত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কাতারে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
শনিবার সন্ধায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে দলের কোচিং স্টাফসহ সবাই দেশে ফিরলেও জামাল ব্যক্তিগত কারণ দেখিয়ে কাতারে থেকে যান।
গত বৃহস্পতিবার কাতারে জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার কাম অধিনায়ক জামাল ভূঁইয়া কোভিড-১৯ পরীক্ষা করেন। তবে ভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও ফলাফল পজেটিভ আসে।
বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশের অধিনায়ক দোহার একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তাকে সব ধরণের সহায়তা দেয়ার লক্ষ্যে বাফুফে কাতারের ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে নিবিড় যোগাযোগ রাখছে।
অন্যদিকে, আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান লিগ(আই-লিগ)। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার তার দলে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত