ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১০মার্চ) দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লাবাড়ি ও ফকির হাটির লোকজনদের মধ্যে কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে।

পুলিশ জানায়, চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের তারাউল্লা মাঠে শনিবার ফুটবল খেলায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে একই গ্রামের মোল্লাবাড়ীর আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এই গ্রামেরই মোল্লাবাড়ির আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে পরদিন সন্ধ্যায় আকাশকে মারধর করে বাবুলের সমর্থকরা। তারপর থেকেই ছড়ায় উত্তেজনা।

দুপুর থেকে বিকেল পর্যন্ত লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষই সংঘাতে জড়ায়। সংঘর্ষের পর উভয় পক্ষের বাড়ীতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।