ফুটবলকে বিদায় জানালেন নাভাস জেসুস নাভাস

সেভিয়ার হয়ে ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন জেসুস নাভাস। স্প্যানিশ এই ফুটবল তারকা আগেই ক্যারিয়ার শেষের কথা জানিয়েছিলেন। ৩৯ বছর বয়সী এই উইঙ্গারকে সেভিয়া ও স্প্যানিশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

দর্শকে ঠাসা র‌্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সোমবার (ডিসেম্বর) গান গেয়ে, চিৎকার করে ও আরো বেশ কিছু আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রিয় তারকাকে বিদায় জানিয়েছে সেভিয়া। বিদায়বেলায় নাভাসকে বেশ আবেগপ্রবণ হতে দেখা গেছে। ম্যাচ শেষে তাকে ৭০৫ নম্বর লেখা একটি জার্সি উপহার দেয়া হয়। এ সময় তার সাথে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন।

সেভিয়ার সঙ্গে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নাভাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। যার ফলে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। সাম্প্রতিক সময়ে কোমরের ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচে অনুপস্থিতও ছিলেন।

প্রায় ৪৫ হাজার সমর্থকের উপস্থিতিতে কান্নাজড়িত কন্ঠে নাভাস বলেছেন, ‘সেভিয়া ও স্প্যানিশ ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আমি বেঁচে আছি। যদি কোমরের ইনজুরিতে না পড়তাম, তবে নিশ্চিত খেলা চালিয়ে যেতাম। এ কারণেই মৌসুমের মাঝামাঝিতে এসে বিদায় বলাটা সত্যিই কঠিন ছিল। বেশ কয়েক বছর ধরে কোমরের সমস্যায় ভুগছি। কিন্তু গত কয়েক সপ্তাহ বিষয়টি সহ্যের বাইরে চলে গেছে।’

ভিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা নাভাস ১৮ মৌসুমের বেশি সময় ধরে ক্লাব ফুটবলে প্রায় ৭০৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৩-১৭ সাল পর্যন্ত চার বছর কাটিয়েছেন ম্যানসিটিতে, খেলেছেন ১৮৩ ম্যাচ।

নাভাসের নামের পাশে রয়েছে ১৫টি ট্রফি। এর মধ্যে স্পেনের জাতীয় দলের জার্সিতে রয়েছে চারটি- ২০১০ বিশ্বকাপ, ২০১২ ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ২০২৩ উয়েফা নেশন্স লিগ। বাকি আটটি এসেছে সেভিয়ার জার্সিতে।