সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতর প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মীসহ বহু মানুষ।
জানাজার আগে ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানাজায় অংশ নিতে আসা নয়নের চাচাতো ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমার ভাই আর কখনো ফিরে আসবে না। তার অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। নয়নের মতো আর কারো যেন মৃত্যু না হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফায়ার ফাইটার নয়নের রূহের মাগফিরাত কামনা করি। সে মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করছিল। কিছুদিন আগে সিলেটে থেকে পোস্টিং হয়ে ঢাকায় এসেছে। সে খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিল তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তার মা-বাবার অবস্থা আমরা বুঝতে পারছি।
নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। বুধবার রাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কর্ম দক্ষতার কারণে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নকে সম্প্রতি সিলেট থেকে নিয়ে এসে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। মাত্র দুই বছরেই স্থান করে নিয়েছেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে।