চট্টগ্রাম প্রতিদিন।
ন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইসকপ এর ত্রাণ সামগ্রী বিতরণ ফটিকছড়ি থানার ভুজপুর এলাকায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইনলামী সমাজ কল্যাণ পরিষদ চ্ট্টগ্রাম।
গতকাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগাম এর নেতৃবৃন্দ এ ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন। প্রায় ৪ শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক নুরুল আমিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চ্ট্টগ্রাম এর সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিউল আলম ছুবহানী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিমুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, ইসকপ কর্মকর্তা সাংবাদিক মোঃ হোসাইন, ইসকপ হজ্জ কাফেলার কর্মকর্তা আবদুল্লাহ ইউসুফ প্রমুখ।
ইসকপ নেতৃবৃন্দ সারাদেশে বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বন্যাকবলিত এলাকাগুলোতে খাদ্যসামগ্রী বিশুদ্ধ খাবার পানি, ওষুধপত্র ইত্যাদির সংকট আছে, তাই সেসব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে। হাদিস শরিফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বলেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেবে।