বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন
প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কেউ গ্রেপ্তার হলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিপিএসসির ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, প্রশ্নফাঁসে যার নামই আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তবে প্রশ্নফাঁস হয়েছে কিনা তদন্ত করে তার প্রমাণ করা হবে।
প্রশ্নফাঁস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, রেলওয়ের নিয়োগ পরীক্ষায় যে তদন্ত কমিটি গঠন হয়েছে, সে তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি প্রশ্নফাঁসের প্রমাণ হয় তাহলে ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা বাতিল তদন্ত কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।