ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে শারীরিক নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট বিমানের ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সভা করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। গত ১৫ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জিএসসির সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, দ্য সাউথ রিজিওনের চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, মহিলা সম্পাদক কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি সিলেট চাপটারের সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, জিএসসির সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতিদের মধ্যে এম.এ গফুর, জাহাঙ্গীর খান, আবুল কালাম ও আকলাকুর রহমান, জিএসসি কার্যনির্বাহী কমিটির সদস্য খলিল আহমদ কবির, শিক্ষাবিদ মিসবাহ কামাল, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ, সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, জিএসসি সাউথইস্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুমিন আলী, চ্যারিটি কো-অর্ডিনেটর মো. আবুল মিয়া, কমিউনিটি নেতা নূর বক্স, আবদুস সোবহান, সাবেক কাউন্সিলর শাহ আলম, দিলবর আলী, শাহান চৌধুরী, কামরান বেগ, ফারুক মিয়া জিলু, আশরাফ চৌধুরী, আবু তালহা, মো. আবদুল কাদির, নূরউদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রবাসীকে শারীরিক নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে গাফিলতি এবং নিরাপত্তাবাহিনীর উচ্ছৃঙ্খল আচরণ বন্ধ করতে যথাযথ প্রশিক্ষণ দানের আহ্বান জানান। একইসঙ্গে দোষী নিরাপত্তাকর্মীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।
এ ছাড়াও সভায় বক্তারা বিমান বাংলাদেশের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত রাখতে অন্তর্বর্তি সরকারকে আহ্বান জানান।
তারা বলেন ম্যানচেস্টার-সিলেট চালুর ফলে দেশের বৃহত্তর অঞ্চলের প্রবাসীরা উপকৃত হবেন। বিমান কর্তৃপক্ষের একটি চক্রান্তকারী চক্র ভুল তথ্য উপস্থাপন করে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারা করছে।
সভায় তারা বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেন। একইসঙ্গে পূর্বের ফি বহাল রাখার আহ্বান জানান।