ভোলার চরফ্যাশনে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু (১৯) নামের এক গৃহবধূ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু ওই ওয়ার্ডের মো. কামাল আখনের মেয়ে। তার স্বামীর নাম মো. বিল্লাল হোসেন।
বিল্লাল একজন ওমান প্রবাসী। ৯ মাস আগে পারিবারিকভাবে বিল্লালের সঙ্গে মিতুর বিয়ে হয়। দুই মাস আগে বিল্লাল ওমানে যান। বিল্লালের বাড়ি একই থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
মিতুর মামা অলি উল্লাহ ও শশিভূষণ থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মিতু তার শ্বশুরবাড়িতে পিঠা নিয়ে যান। পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি। সেজন্য তারা মিতুকে বকাঝকা করেন। বুধবার দুপুরে মিতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সে তার স্বামী বিল্লাল হোসেনকে ইমোতে ভিডিও কল দেন। কল দিয়ে তিনি এসব বিষয় বিল্লালকে জানালে, বিল্লাল উল্টো মিতুকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এরপর মিতু তার স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে শশিভূষণ থানার ওসি বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে। রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত