নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড পকেট গেইট এলাকায় ফুটপাত দখল করে চাঁদাবাজির একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেন বলে জানিয়েছেন আকমল আলী রোড খালপাড় দোকান মালিক সংগঠনের সভাপতি মুনসুর সহ সকল নেতৃবৃন্দুরা।
৪ জানুয়ারি শনিবার দুপুরে এসব তথ্য জানান দোকান মালিক সংগঠনের সভাপতি মুনছুর।
এবিষয়ে মুনছুরের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,বিগত আগেও এসব চাঁদাবাজির সাথে আমি সংযুক্ত ছিলাম না, বর্তমানে ও এসব চাঁদাবাজির সাথে নাই।গতকাল ৩ জানুয়ারী বিকেল ৫টায় আমাকে এবং আমার বড়ভাই মিন্টুকে সহ একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেন,যে সংবাদটি প্রকাশিত হয়েছে,সেই সংবাদে আমাদের কারও বক্তব্য না নিয়ে মন গড়া মিথ্যা সংবাদ প্রকাশ করেন।মোটা অংকের চাঁদার জন্য সংবাদটি প্রকাশিত করেছেন।ফুটপাতে বসা ভ্যান গাড়ীর সাথে আমার কোন সম্পর্ক নাই,এবং বর্তমানে কোন ধরনের চাঁদাবাজি হচ্ছে না।
তিনি আরও বলেন,একটি কুচক্র মহল আমাকে নিয়ে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদটি প্রকাশিত করার জন্য সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়েছে। এই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে স্থানীয় দোকান ব ব্যবসায়ীদের কাছে জানতে চাইল দোকান মালিকরা সংবাদমাধ্যমকে বলেন আমাদের কাছ থেকে মুনছুর নামে কোন ব্যক্তি চাঁদা নিতে আসে নাই,।তো ৫ ইং আগস্টের পর থেকে রাস্তাঘাটেও পুলিশ কঠিন ভূমিকা পালন করে আসতেছে। মুনছুরের বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশিত করা হয়েছে, সেই সেই সংবাদটি পুরোটাই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে মনে করছি আমরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত