সিলেট আদালতের নিজ কক্ষে কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া নারী কনস্টেবল সুনর্ণা দাসকে ক্লোজড করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের।
এর আগে গত বৃহস্পতিবার কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তিনি সিলেট মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টায় ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস।
পরে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত