আওয়ামী লীগ সরকারে আসার আগে পুলিশের বাজেট স্বল্পতা থাকলেও ক্ষমতায় এসে তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পুলিশের বাজেট আগে ৪০০ কোটি টাকা ছিল। আমরা ক্ষমতায় এসে সেটা ৮০০ কোটি টাকা করে দিয়েছি। এরপর ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পুলিশের জনবল বাড়িয়ে বিভিন্ন ইউনিট গঠন এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে সংযুক্ত থেকে যেন পুলিশ দায়িত্ব পালন করে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি। এছাড়া রেশন বৃদ্ধি, স্টাফ কলেজ তৈরি এবং ঝুঁকি ভাতা বাড়ানোর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পুলিশ সপ্তাহ কুচকাওয়াজ-২০২২ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় তিনি পুলিশকে গণমানুষের বন্ধু হয়ে ওঠার জন্যও নির্দেশনা দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত