রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সজীব নামের এক আসামি পালিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, একটি মারামারি মামলার আসামি ধরতে মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ কর্মকর্তা। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন বলেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত