পুলিশকে আল্টিমেটাম দিলো বিএনপি নেতা

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে বাগমারায় অস্ত্র হাতে মহড়া দেয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকত।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জের কুটিরশিল্প মাঠে পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বক্তব্যে এ কথা বলেন। এ সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাগমারায় থাকতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সৈয়দ শাহিন শওকত বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুণ্ডাদের গ্রেপ্তার না করে অপরাধের মাত্রা বাড়িয়েছেন। জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।’

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনাদের এক মাসের নয়, ১৫ দিনের সময় দেয়া হলো, এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে।’

এ বিষয় বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের ঘটনার যেসব মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি, অভিযুক্ত ও তদন্তে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।